মা’আরিফুল কোরআন হাফিজিয়া সুন্নিয়া মাদরাসায় দস্তারবন্দী অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৪ পূর্বাহ্ণ

ফৌজদারহাট নার্সিং কলেজের বিপরীত পাশে অবস্থিত মা’আরিফুল কোরআন হাফিজিয়া সুন্নিয়া মাদরাসায় পবিত্র কোরআনুল কারীমের পূর্ণ হিফ্‌জ সম্পন্নকারী ছাত্রদের দস্তারবন্দী (পাগড়ি প্রদান) অনুষ্ঠান ও ঈদমিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে কনিষ্ঠ হাফেজ থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের মাথায় দস্তার শিরোপা অর্পণ করা হয়। এদের মধ্যে মাত্র সাত বছর বয়সেই হিফ্‌জ সম্পন্নকারী শিক্ষার্থীও ছিলেন। প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালক হাফেজ মো. আরিফুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দস্তার ফযিলত বর্ণনা ও পাগড়ি প্রদান করেন মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী (মা জি আ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশ অপরিহার্য
পরবর্তী নিবন্ধদেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা