মাংসবিহীন দিবসে মাংস বিক্রি ও ফুটপাত-রাস্তা দখল

চসিকের পৃথক অভিযানে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

নগরীতে ১৩ ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা ও মাংসবিহীন দিবসে মাংস বিক্রি করায় এ জরিমানা করা হয়। গতকাল পরিচালিত পৃথক অভিযান দুটিতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। সংশ্লিষ্টরা জানান, আতুরার ডিপো এলাকায় মাংসবিহীন দিবসে মাংস বিক্রি এবং পোর্ট কানেকটিং রোড ও হালিশহর রোডের ফুটপাত ও রাস্তা দখল করে বিভিন্ন মালামাল রেখে পথচারীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চকবাজার থানার পল্টন রোড এবং এম এম আলী রোডে রাস্তার দুপাশ ও ফুটপাত দখল করে টায়ারসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করায় সাত জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচুরি করা টেক্সি ও মোটর সাইকেলসহ দুই চোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিনামূল্যে চিকিৎসাসেবা পাবে তৃতীয় লিঙ্গের লোকজন