মহেশখালী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিকির উল্লাহ্ জিকু।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এতে মহেশখালী প্রেসক্লাবের ভোটারগণ উৎসবমুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি সৈয়দ মোস্তবা আলী, সাংগঠনিক সম্পাদক মো. তারেক রহমান, অর্থ সম্পাদক মকছুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দু রশিদ।