মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সন্নিহিত বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার সকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা মাছসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। জব্দ করা মাছগুলো পরে উন্মুক্ত নিলাম করা হয়।
সূত্র জানায়, গত বুধবার রাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় জলদস্যুর কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার। এ সময় জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলারটিতে থাকা মাছ, ব্যবহৃত মোবাইল, নগদ টাকা লুট করে নিয়ে ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যায় দস্যুদল। পরে দস্যুদলের কবলে পড়া জেলেরা ৯৯৯ এ কল দিলে মহেশখালী থেকে অন্য ট্রলার গিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযান চালিয়ে ওই দস্যুদলকে গ্রেপ্তার করে কোস্টগার্ড। আটক ১৮ জলদস্যুকে কক্সবাজার সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।