মহেশখালী, পেকুয়া ও চকরিয়া থেকে কুহেলিয়া নদীর পূর্বপাশ পর্যন্ত মোট চারটি ৩৩ কেভি লাইন ফিডার বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। মাতারবাড়ি গ্রীডের পাশে কাঠের পোলের বক্সে আগুন লেগে ৪টি পোল পুড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাজমুল হাসান।
ঘটনার সূত্রপাত পেকুয়া ৩৩ কেভি ফিডারের সি-৫ ইন্সুলেটর ক্র্যাক করে জাম্পার আউট হওয়ার কারণে। আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস মুহূর্তের মধ্যে কাজে নামে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের জন্য ঠিকাদার কর্তৃপক্ষ নতুন দুটি কাঠের পোল স্থাপন করে লাইন রিকভারি কার্যক্রম শুরু করবে। কাজটি সম্পন্ন হওয়ার পরই লাইন সচল হবে।
উপজেলা ও সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে অনুরোধ করেছেন।
সর্বশেষ তথ্যমতে, মাতারবাড়ি ৩৩ লাইনের পোড়া পোল পরিবর্তনের কাজ চলমান। বিদ্যুৎ সরবরাহ চালু হতে রাত আনুমানিক ১০-১১ টা হতে পারে জানান মহেশখালী জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাজমুল হাসান।