মহেশখালীতে ১৩ মামলার জব্দকৃত মাদক পুড়িয়ে ধ্বংস করলো পুলিশ।
১৮ নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৩টার দিকে মহেশখালী পুরাতন আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের উপস্থিতিতে এসব আলামত ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন, সেকেন্ড অফিসার আল আমিন, এসআই হারুনসহ মহেশখালী থানা পুলিশ টিমসহ মহেশখালীর কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল, ১ লক্ষ ২৯ হাজার ৯৬০ পিচ ইয়াবা, ৫০০ লিটার দেশি মদ ও ২০০ লিটার চোলাই মদ। এসব মাদকের বাজারমূল্য প্রায় কোটি টাকার অধিক। এ সব মাদক মামলায় ২৩ জন আসামি আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান জানান, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয়। আলামতগুলোর মামলার রায় হয়ে যাওয়ায় এসব মাদক ধ্বংস করা হলো। তবে এসব মাদক ২০২৩ সালের, চলিত বছরের আরো মাদক ও আদামত ধ্বংস করা হবে আগামীতে।
এদিকে মহেশখালী উপজেলাজুড়ে মাদকের বিরুদ্ধে স্থানীয়দের জোরালো প্রতিবাদের কারনে অনেকটা বন্ধ হয়েছে মাদক ব্যাবসা ও বাংলা মদ উৎপাদন।
এছাড়া মহেশখালীর পৌরসভার দাসিমাঝির পাড়া, কালারমারছড়ার চালিয়াতলী, ছোট মহেশখালী, হোয়ানকসহ মহেশখালীর যেসমস্ত এলাকায় এখনো মাদকের অভয়ারণ্য রয়েছে সেসব এলাকায় পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী স্থানীয় সচেতন মহলের।