মহেশখালীতে হতদরিদ্রদের সহায়তায় ‘মানবতার ঘর’

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

‘আপনার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান, অপ্রয়োজনীয় জিনিসটি রেখে যান।’- এ স্লোগানকে ধারণ করে অসহায় ও গরীব মানুষদের সহায়তার উদ্দেশ্যে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে হাতে নেওয়া হয়েছে ‘মানবতার ঘর’ নামে একটি মানবিক পদক্ষেপ। উপজেলা পরিষদ সংলগ্ন ‘মানবতার ঘরে’ লেখা রয়েছে উক্ত স্লোগানটি। গতকাল শনিবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা কাজী মূর্তাজা আহমদের মাধ্যমে উদ্বোধন করা হয় উক্ত শুভ উদ্যোগের।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, সমাজের অসহায় হতদরিদ্র ছিন্নমূল পরিবারের মানুষদের অনেক সময় অনেক কিছুর প্রয়োজন পড়ে। কিন্তু তারা অভাবের তাড়নায় তাদের সেই প্রয়োজনীয় জিনিসটি কিনতে পারে না। পক্ষান্তরে সমাজের বিত্তবানরা অনেক জিনিসপত্র ২/১ বার ব্যবহার করে বাড়িতে ফেলে রাখেন। সাম্প্রতিককালে এমন কিছু বিষয় লক্ষ্য করে ‘মানবতার ঘর’ নামে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। উক্ত মানবতার ঘরে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তেল, চিনি, পেঁয়াজ, ডাল, ছোলা, কেক, টি-শার্ট, গেঞ্জি, লুঙ্গি, জুতা, স্যান্ডেল, ঔষধ, শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদান করবেন আর এসব উপকরণ যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন।
গতকাল প্রথমবারে মতো মানবতার ঘরে প্রয়োজনীয় উপকরণ দিয়ে স্পন্সর করেন মহেশখালী পৌরসভার বাসিন্দা আব্দুল মান্নান ও ফায়সাল আমিন। উদ্বোধনের পরপরই মানবতার ঘর থেকে উপস্থিত হতদরিদ্র লোকজনকে তাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় স্বাস্থ্যবিধি অমান্য ৭ হোটেলকে জরিমানা
পরবর্তী নিবন্ধআলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন