খাবার পানিতে অধিক পরিমাণে লবণাক্ততার কারণে যুগ যুগ ধরে সুপেয় পানির অভাবে থাকা মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া ও চরপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনসহ এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে এ দুই এলাকার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মহেশখালী পৌর এলাকার এক হাজার পরিবার সুপেয় পানির সুবিধা ভোগের আওতায় আসবে বলে আশা করা যাচ্ছে।
মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ–সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে বলেন, মহেশখালী পৌরসভার ঘোনা পাড়া ও চরপাড়া এলাকার ছাত্র প্রতিনিধি ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আমাদের অধিদপ্তর কর্তৃক একটি আধুনিক রোলার পাইপ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে তা অনুমোদন দেওয়া হয়েছে। অধিদপ্তর কর্তৃক ফিজিবিলিটি স্টাডি চলছে। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা ও স্থানীয় পৌরসভার সাথে যোগাযোগ এবং এলাকাবাসীর সাথে সমন্বয় করে সুবিধাজনক তার নির্ধারণ করে প্রাক্কলন তৈরি হবে এবং পরে টেন্ডারের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আশা করা যাচ্ছে এ প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার এক হাজার পরিবার বিশুদ্ধ পানি সুবিধার আওতায় আসবে।