বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার উদ্যোগে রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ‘গাছ লাগাই রাস্তার পাশে, ছাঁয়া পাবো বারো মাসে’ স্লোগানে গতকাল শুক্রবার বিকাল ৪টায় মহেশখালীর প্রধান সড়কের কালারমারছড়া আকবরহাজ্বী পাড়া বাজার সড়কের পাশে ছাঁয়াযুক্ত গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ ও জীব–বৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাপা মহেশখালী শাখার অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দিন, ইউপি সদস্য নুরুল কাসেম, বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদস্য শিক্ষক এমরান সরওয়ার, সদস্য জাহাঙ্গীর আলম, মো. দেলাওয়ার হোছাইন, মোহাম্মদ ছাদেক হোছাইন, আব্দুর রশিদ, নুরুল ইসলাম, আবু ছিদ্দিক, মো. এমরান ও আব্দুল হান্নান প্রমুখ।