মহেশখালীতে মামার দায়ের কোপে ভাগিনার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ২:১২ অপরাহ্ণ

মহেশখালী উপজেলার কুতুবজোমে ইউনিয়নের মনছুর পাড়া এলাকায় কথা কাটাকাটির জের ধরে মামার দা’য়ের কোপে মোঃ কাছিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার সাড়ে বেলা ১১টার দিকে এই চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত কালামিয়ার পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ।

নিহতের এক বোন জানান, মাছধরার বোট সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে বাড়িতে মামা-ভাগিনার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামা গফুর মিয়া রেগে গিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তিনি ও তার পুত্ররা দা-ছুরি নিয়ে আসে। তার আরেক মামা গফুর মিয়াকে বুঝিয়ে কাছিমের মেয়েকে স্কুলে দিতে যায়।

এরপর গফুর মিয়া ও তার পুত্ররা কাছিমের বাড়িতে যায এবং কিছু বুঝে উঠার আগেই কাছিমের গলা ও কাঁধ বরাবর সজোরে দায়ের কোপ দেন গফুর মিয়া। এতে বড় ধরণের জখম হয়ে প্রচুর রক্তপাত হয়। দ্রুত তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার বলেন, আমি একটি ট্রেনিংয়ে অংশ নিতে থানার বাইরে আছি। পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সদর হাসপাতালের মর্গের প্রেরণের ব্যবস্থা করছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ