মহেশখালীতে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহেশখালী পৌরসভার আদালত রোডে এই কেন্দ্রের যাত্রা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্যাহ এবং সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার অতিথি হিসেবে কেন্দ্রের উদ্বোধন করেন।
কেন্দ্রটিতে স্মার্ট ভূমিসেবা নিশ্চিত করতে বিভিন্ন সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই–নামজারি, খতিয়ান প্রদান,জমির ম্যাপ সংগ্রহ, খাজনা পরিশোধ, দলিল ও চুক্তিনামা কম্পোজ ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের দোরগোড়ায় সহজে ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দিতে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন ও ডিজিটাল সেবা জনগণের কাছে আরও সহজলভ্য করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। স্থানীয় নাগরিকরা মনে করছেন, এ উদ্যোগ মহেশখালীর সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনবে।