মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মধ্যম সিপাহীর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনিস (২১) ছোট মহেশখালীর দক্ষিণ নলবিলার নুরুল আলমের পুত্র।

এলাকাবাসীরা জানান, নিহত আনিস সিপাহীর পাড়ায় এক বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের সবচেয়ে বড় অর্জন শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণা
পরবর্তী নিবন্ধ১০ পূজা মন্দিরে আর্থিক সহায়তা দিলেন আসলাম চৌধুরী