মহেশখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

মহেশখালীতে বজ্রপাতে মোহাম্মদ সুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজ পাড়ার পশ্চিমে নয়াকাটা ঘোনা নামক চিংড়ি প্রজেক্টে এ ঘটনা ঘটে। নিহত সুমন একই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মঞ্জুর আলমের পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালারমারছড়া ইউপির স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপির সদস্য মো. সেলিম।

এলাকাবাসীরা জানান, সুমন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ সংলগ্ন পূর্ব পাশে নয়াকাটা ঘোনা নামক চিংড়ি প্রজেক্টের শ্রমিক ছিলেন। তিনি সকালে চিংড়ি প্রজেক্ট থেকে পার্শ্ববর্তী মাইজ পাড়া নিজ বাড়িতে আসেন। বিকেল ৫টায় পুনরায় চিংড়ি প্রজেক্টে যাওয়ার সময় হঠাৎ ঝড়োবৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সুমন বাড়ির পশ্চিমে ধানক্ষেতের আইল দিয়ে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, বজ্রপাতে এক শ্রমিক নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ প্রস্তাবিত মাস্টারপ্ল্যান নিয়ে রিহ্যাবের পরামর্শ সভা
পরবর্তী নিবন্ধসন্দ্বীপসহ চট্টগ্রামের উন্নয়ন কাজ চলমান