মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃ’ত্যু

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ৬ মে, ২০২৪ at ১:২৯ অপরাহ্ণ

মহেশখালীতে লবণ মাঠের জমি ও চিংড়িঘের দখল-বেদখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মো. ওসমান নামের (৩৮) এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছে নিহতের ভাই খাইরুল আমিন। তিনি অভিযোগ করে বলেন, গত ৪ মে স্থানীয় সন্ত্রাসী আমানের নেতৃত্বে এহাছান করিম, রাহমত করিম, মকসুদ মিয়া, আবু বক্করসহ কয়েকজন তার ভাইকে তুলে নিয়ে গুলি করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। রবিবার (৬ মে) রাত আনুমানিক ৩ টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. ওসমান মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের পুত্র।

এদিকে এ-মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহেশখালী থানা সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থীর পক্ষে টাকা বিতরণ, মীরসরাইয়ে ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃ’ত্যু