মহেশখালীতে পাগলা কুকুরের কামড়ে একই দিনে ৭জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটায় পৌরসভার গোরকঘাটা দক্ষিণ হিন্দু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহ জানান, বুধবার দুপুর সাড়ে বারোটায় গোরকঘাটা বাজার থেকে চরপাড়া বাড়ি যাওয়ার পথে গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পেছন থেকে সাদা গর্ভবতী একটি পাগলা কুকুর আচমকা তাকে কামড় দিয়ে চলে যায়। এসময় আরও তিনজনকে কামড় দেয় কুকুরটি। মহেশখালী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক জানান, গতকাল একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে আহত ৪ জন আহত রোগী চিকিৎসা নিয়েছে।
আহতরা হলেন, মহেশখালী পৌরসভার চরপাড়া গ্রামের শহিদুল্লাহ (৪৩), হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার মুর্শিদা বেগম (৩৩), গোরকঘাটা দক্ষিণ হিন্দু পাড়ার বাসিন্দা রিনা রাণী দে (৯০) ও নয়ন দে (৩২)। বাকি ৩ জন স্থানীয় ওঝা, কবিরাজের নিকট চিকিৎসা নিচ্ছে বলে জানান এলাকাবাসীরা।