মহেশখালীতে ৬ষ্ঠ আন্তর্জাতিক লেখক উৎসব ও বইমেলা গতকাল শুক্রবার সকাল ১০টায় মহেশখালী উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধন হয়েছে।
‘প্রতিবুদ্ধিজীবী’ সম্পাদক ও বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী–কুতুবদিয়া কক্সবাজার–২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। আরও বক্তব্য রাখেন মেহবুব হাসান (ভারত), অধ্যাপক মেজর (অব) নুরুল হুদা কুতুবী, ড. মোহাম্মদ আব্দুল হাই, অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, কামরুল হাসান সিদ্দিকী, সাঈদ আহমেদ বাবু, অধ্যাপক স্বপন নাথ, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরীফ বাদশা মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ.এফ.এম শামীম। উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র–ছাত্রী এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। বিকাল ৩টায় দ্বিতীয় পর্বে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানে দেশ বিদেশের কবি, শিল্পী ও সাহিত্যিকদের উপস্থিতিতে মুখরিত হয় মেলা প্রাঙ্গণ।