মহাসড়কে স্ক্র্যাপ লোহা চোর চক্রের হোতা গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় হত্যাসহ ১৪ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী জয়নাল আবেদীন ওরফে মিনাইয়্যাকে গতকাল রোববার সকালে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। ভাটিয়ারীর ইমামনগর লোহার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিনাইয়্যা ঢাকা-চট্টগ্রাম মহাড়কের ট্রাক ও কাভার্ডভ্যান থেকে স্ক্র্যাপ লোহা চোর চক্রের হোতা বলে পুলিশ জানিয়েছে। গতকাল ২ ডিসেম্বর এই চক্রের অপর দুই সদস্যকে বিপুল পরিমাণ চোরাই স্ক্র্যাপ লোহাসহ আটক করে জেলহাজতে পাঠায় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি টিম।
এসআই মাসুম রানা বলেন, এই সন্ত্রাসী খুবই দুর্ধর্ষ। ঘরের সাইসাইডের (ফলছাদ) ভিতরে চার পাশে বিভিন্ন ছোট-বড় পাতিল দিয়ে মাঝখানে সে ঘুমাত। যাতে করে পুলিশ পুরো ঘর তল্লাশি করলেও যেন তাকে ধরতে না পারে। তিনি আরও বলেন, গত এক সপ্তাহে একাধিকবার পুলিশের একাধিক টিম তাকে ধরতে অভিযান চালায়। কিন্তু সে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। অবশেষে শেষ রক্ষা হলো না তার। পুলিশের জালে আটকা পড়েছে সে। তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হয় বলে জানান তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, জয়নাল আবেদীন ওরফে মিনাইয়্যার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে সীতাকুণ্ড থানায়। এর আাগেও তাকে একাধিকবার আটক করা হয়েছিল। কিন্তু জামিনে এসে পুনরায় ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। এছাড়া ইয়াবা ব্যবসার সাথে তার গ্রুপের সদস্যরা জড়িত আছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের শিক্ষার্থীর চিঠির জবাব দিলেন জাতিসংঘ মহাসচিব
পরবর্তী নিবন্ধউপসর্গহীন, মৃদু উপসর্গেও ক্ষতিকর অ্যান্টিবডি তৈরি!