মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু

চালক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় লোহাগাড়ায় ট্রাকচাপায় আবদুল আলম (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলা সদর বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল আলম একই উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা এলাকার মৃত আশরাফ মিয়ার পুত্র। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালক আবু ওমায়েরকে (২৬) গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যাদবপুর এলাকার মোজাম্মেল সর্দারের পুত্র। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি ফৌজদারি মামলায় বিবাদী হিসেবে হাজিরা দিতে বাড়ি থেকে চট্টগ্রাম আদালতে যাবার উদ্দেশ্যে বের হন কৃষক আবদুল আলম। উপজেলা সদর বটতলী স্টেশনে এসে বাস কাউন্টারে যাবার পথে মহাসড়ক পার হওয়ার সময় কঙবাজারমুখি দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজন অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। বেলা পৌনে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দূর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করেন স্থানীয়রা।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে কৃষককে চাপা দেয়া ট্রাকটি জব্দ ও চালককে গ্রেপ্তার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে সুখবর
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বাস-টেক্সি সংঘর্ষ, চালকসহ নিহত ২