মহাসড়ক থেকে ২২সিএনজি ও ব্যাটারি রিকশা জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক দুর্ঘটনা রোধে নিষিদ্ধ ঘোষিত সিএনজি ও ব্যাটারি চালিত রিকশা বন্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। এসময় মহাসড়কে অবৈধভাবে চলাচল করা ২০টি সিএনজি টেক্সি ও দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মহাসড়কের জোড় বটতল ও টেরিয়াইল এলাকায় এ পৃথক অভিযান চালানো হয়। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ঢাকাচট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি টেঙি, থ্রিহুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মহাসড়কের জোড় বটতল এলাকায় অভিযান চালিয়ে ১০টি সিএনজি ও দুটি ব্যাটারি চালিত রিকশা আটক করা হয়েছে। মহাসড়কে নিষিদ্ধ এ যানবাহন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অন্যদিকে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আব্দুল হাকিম আজাদ জানান, উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি, ব্যাটারি চালিত রিকশাসহ তিন চাকার যানবাহন। যার ফলে মহাসড়কে বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনা রোধে মহাসড়কের চলাচল করা অবৈধ এসব তিন চাকার যানবাহন বন্ধে শনিবার দুপুরে অভিযান চালিয়েছেন তারা। প্রথমদিনের অভিযানে মহাসড়ক থেকে দশটি সিএনজি অটোরিকশা আটকের পাশাপাশি সেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন
পরবর্তী নিবন্ধচুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের বিতর্ক প্রতিযোগিতা