মহাসড়কে সহকারীর লাশ রেখে পালালেন ট্রাকচালক

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে সেই ট্রাকেরই সহকারীর মৃত্যু হয়। তাকে হাসপাতালে বা পরিবারের কাছে পৌঁছে দেয়ার পরিবর্তে মৃতদেহ সড়কে রেখেই চালকসহ সাথের লোকজন পালিয়ে যায়। হতভাগ্য চালকের সহকারীর নাম মোহাম্মদ মাসুম (৩০)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বস্থপুর থানার শিলদুয়ার গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে চেয়ারম্যান রাস্তার মুখে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ও চালকের সহকারী মাসুম গুরুতর আহত হয়। এ অবস্থাতেই মাসুমকে রাস্তায় রেখে ট্রাকচালকসহ সবাই পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আর্য্যরাজ দত্ত জানান, সোমবার রাতে দুর্ঘটনায় আঘাত পাওয়া ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যায়। তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মাথায় খুব বেশি আঘাত লেগেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, সোমবার রাতে কাভার্ডভ্যানট্রাক দুর্ঘটনায় নিহত ট্রাকের হেলপার মাসুমের মরদেহ আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫৫ কেজি স্বর্ণ লুটে জড়িত একাধিক কর্মকর্তা
পরবর্তী নিবন্ধলালখান বাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত