মহাসড়কে তিন চাকার যান,চকরিয়ায় ৪৪ গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ তিন চাকার যানবাহনের বিরুদ্ধে কঠোর হয়েছে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ। যাত্রী নিয়ে মহাসড়কে উঠে পড়া এসব যানবাহনের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালানো হয়েছে।

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ত্রিহুইলার, সিএনজি অটোরিকশা, ইজিবাইক (টমটম) যাতে মহাসড়কে উঠতে না পারে সেজন্য বিশেষ অভিযান শুরু হয়েছে। সামপ্রতিক সময়ে আইন অমান্য করে মহাসড়কে উঠে পড়া ৪৪টি যানবাহন জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু এবং ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তন্মধ্যে রয়েছে ৩০টি ইজিবাইক (টমটম) ও ৯টি সিএনজি অটোরিকশা। এছাড়া কাগজপত্র না থাকায় ৫টি মোটরসাইকেল জব্দ করে জরিমানা আদায় করা হয়।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মাহবুবুল হক ভুঁইয়া বলেন, মহাসড়কে কোনো ধরনের তিন চাকার যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হবে না। এসব যানবাহনের কারণেই সিংহভাগ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, অকালে সড়কে ঝরছে তাজা প্রাণ। তাই আইন মানার সংস্কৃতি চালু করতে চালকযাত্রীদের সচেতন করার পাশাপাশি বিশেষ অভিযানও চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি থেকে হিরোইন উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধশিক্ষকের পিস্তলের গুলিতে শিক্ষার্থী আহত