খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ৬ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে মহালছড়ির চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন মহালছড়ি ইউওনও প্রিয়াঙ্কা দত্ত এবং এসিল্যান্ড তাহমিনা আফরোজা ভূইঁয়া। তারা জানান, অনুমতি ছাড়া পাহাড় কাটায় পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ৬ এর খ ধারায় ওই ব্যক্তিদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।