খাগড়াছড়ির মহালছড়িতে ডোবার পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরের মাইসছড়ির জামতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই গ্রামের সুপায়ন চাকমার মেয়ে পরাণ গুলো চাকমা ও ছেলে চম্পক চাকমা। স্বজনদের সূত্রে জানা যায়, দুই ভাই বোন দুপুরে দাদার বাড়ি থেকে ফেরার পথে ডোবার পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মহালছড়ি থানার ওসি হারুন অর রশীদ পানিতে ডুবে ভাই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।