জীবনের রঙ ফিকে হয়ে আসছে। বিশ্বের সারিবদ্ধ মৃত্যুর মিছিলে শব্দরা হারিয়ে যাচ্ছে। হারিয়ে গেছে অনেক প্রিয় মুখ। কলম হাতে নিয়ে শব্দের মাতম কিংবা রঙের ক্যানভাসে তুলে আনতে পারছি না পরিশুদ্ধ সম্ভাবনা। যখনই নিজের একান্ত কাছের মানুষটি আর কাছে থাকে না, পরপারে চলে যায় বলুন মনকে কীভাবে প্রবোধ দিই?
বউ, মেয়ে, ছেলে এদের বাজারে পাঠাতে সাহস মিলে না। ভয়ে ভয়ে কাটে দিন। ঘটন, অঘটন, রাস্তায় হানাহানি, মাদক, শিক্ষাঙ্গনে নানা বিপর্যয়ে শঙ্কা জাগে মনে। অললাইন পাঠ নিয়ে মিটে না মনের তৃপ্তি। তাই বলতে হয়, কেমন করে কাটিয়ে উঠবো এমন সমস্যা? নিমগ্ন হৃদয়ে ভাবি, এভাবে আর কতোদিন? বিধাতা তোমার চরণে ঠেকাই মাথা, ক্ষমা করো প্রভু…।
কবে পৃথিবীতে ভোরের শিশির নিয়ে হাসবো, খেলবো, সামাজিক বন্ধনে রাঙাবো এইসব দিন রাত্রি। এখন আবার উটকো চাপ, পরিবেশ দূষণের উত্তাপ। দূষণের চাপে, জ্বলছি। জ্বলছে বাঙলার পুরো মাঠ ঘাট ও ভূমি। শান্তির সুবাতাসও উধাও। বিধাতা; মহান তুমি, আমাদের সুনির্দিষ্ট পথ দেখাও।