মহানবী (দ.) মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক

দরবারে হাশেমীয়ার মাহফিলে বক্তারা

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ইমাম আহলে সুন্নাত পীরজাদা অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী বলেছেন, রাসূল (দ.) মানবজাতির শ্রেষ্ট পথপ্রদর্শক। তিনি আইয়ামে জাহেলীয়াতের যুগে একটি জাতিকে উত্তম আদর্শের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন। গতকাল শনিবার বাদ আছর ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনারের ৮ম দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে আলোচক ছিলেন ড. কফিল উদ্দিন সরকার সালেহী, আল্লামা সৈয়দ মু’তাছিম বিল্লাহ রব্বানী, সৈয়দ নাছির বিল্লাহ রব্বানী, ড. খাজা বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী, আল্লামা আহমদ রেজা নঙবন্দী, মাওলানা মো. আবুল এহছান হাশেমী, মাওলানা মো. বোরহান উদ্দিন হাশেমী, মাওলানা ইদ্রিছ আনছারী আলকাদেরী, মাওলানা মো. আব্দুল খালেক আশেকী, মাওলানা নুরুল আবছার আনছারী, মো. তৌহিদুল কাদের, মাওলানা মো. আবুল কাশেম, কাজী মাওলানা মোরশেদ কাদেরী ও সৈয়দ মো. হাবিব উল্লাহ চিশতী। তিন পর্বে বিভক্ত এই সেমিনারের দ্বিতীয় অধিবেশনে খতমে সূরা ইয়াছিন ও এখলাস শরীফ পাঠ করেন মাওলানা মো. নজরুল ইসলাম। আজ রোববার সেমিনারের ৯ম দিন অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা আক্রান্ত শিক্ষাব্যবস্থা; বিপাকে শিক্ষার্থী না পরীক্ষার্থী?
পরবর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী কফিল উদ্দিনের পূজামণ্ডপ পরিদর্শন