আহলা দরবার : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নভিন কুমার জিন্দাল সমপ্রতি হযরত মুহাম্মদ (দ.) ও মা আয়েশা সিদ্দীকা (রাঃ) এর শানে অবমাননাকর মন্তব্য করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বোয়ালখালীর দাসের দিঘি পাড়ে। গত ১৪ জুন রাতে আহলা দরবার শরীফ মাওলা গ্রুপ বাংলাদেশ ও জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি বাংলাদেশের উদ্যোগে শাহাজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ আল মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ খোকন মেম্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম রহিমী, সাংবাদিক আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, মো. মনছুর সুজন, মওলানা মঞ্জুর হোসাইন, ইলিয়াস আমিরি, মাহিন কাদেরী, মো. আবুল বশর, মো. মোস্তফা মেম্বার, সাইফুদ্দিন চৌধুরী, রবিউল হোসেন, শেখ কামাল মেম্বার, গিয়াস উদ্দীন, মো. ইউনুস মিয়া, নাইম প্রমুখ।
আকমল আলী রোড মুসলিম ঐক্য পরিষদ : মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নগরীর আকমল আলী সড়ক সংযুক্ত রিংরোড় এলাকার সুইজ গেইট চত্বরে গতকাল আকমল আলী রোড মুসলিম ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মৌলানা আবুর বশর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মৌলানা শওকত মাহমুদ। মৌলানা রুখনুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আল মুজতবা মুনিরুর মোস্তফা, দাখিল প্রতিষ্ঠাতা পরিচালক ইদ্রিস আলম হক্কানি, বিশেষ অতিথি ছিলেন মৌলানা শওকত মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন আবুল হাসেম নুমান, মো. সেকান্দর আলী, হাফেজ মুহাম্মদ নুরুদ্দিন, হাফেজ মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।