ঈদ–এ মিলাদুন্নবী উপলক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী সম্পর্কে কুইজ, ক্যালিগ্রাফি ও ২০২৫ সালে এসএসসি/দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানের দ্বারাই ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধের উন্মেষ ঘটে এবং এর ফলে মানুষ পরিপূর্ণতা লাভ করে। তাই তো জীবনের মান উন্নয়নে ও সভ্যতার বিকাশে শিক্ষার কোনো বিকল্প নেই। দেশ রক্ষা তারেক মঞ্চের সার্বিক সহযোগিতায় পাহাড়তলী–আকবরশাহ–খুলশী–হালিশহর থানা ছাত্রদলের যৌথ উদ্যোগে পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী উপলক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী সম্পর্কে কুইজ ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা, ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চিকিৎসক প্রফেসর মোস্তাফিজুর রহমান। কুইজ ও ক্যালিগ্রাফি এবং সংবর্ধনা অনুষ্ঠানে তিনটি বিভাগে সাত শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তাদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ ও শ্রেণী বিন্যাসের মাধ্যমে পুরুস্কার বিতরণ ও অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: রফিক উদ্দিন ছিদ্দিকির সভাপতিত্বে ও পাহাড়তলী থানা ছাত্রদলের আহবায়ক হাসান মো: ওয়ালিদ আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ–সভাপতি ফজলুল হক সুমন, মিয়া হারুন, হাবিবুর রহমান মাসূম, শাহিন পাটওয়ারি, ডা: মামুন সিরাজ, হাবিবুর রহমান চৌধুরী, শাহরিয়ার জিয়া, মাওলানা নেছার, মাস্টার আরিফ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, নূর নবী মহররম, মাহমুদুল হাসান রাজু, মো: ইউনুস, অভি, ওমর ফারুক, শাহাদাত হোসেন জুয়েল, মো: রাহাত, সাজ্জাদ, সদস্য সাঈম, সাকিব প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।