আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে নগরীর আলমগীর খানকাহ শরীফে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের ৯ম দিনে গত বুধবার বক্তারা বলেছেন, মহানবী (দ.) মানবজাতির জন্য আল্লাহর রহমত স্বরূপ তাই শুধু নয়, বরং তিনি সমগ্র জগতের জন্য আল্লাহ পাকের সেরা করুণা ও অনুগ্রহ স্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর দুনিয়ায় শুভাগমনের মাধ্যমে পৃথিবী ধন্য ও আলোকিত হয়। অন্ধকার, বর্বরতা ও নারী জাতির ওপর নিগ্রহ অবস্থা দূরীভূত হয় মহানবীর (দ) কল্যাণে। ৯ম দিনের কনফারেন্সে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ শাহজাদ ইবনে দিদার। প্রধান আলোচক ছিলেন আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান। প্রিয় নবীর (দ) জীবন চরিত এবং ঈদে মিলাদুন্নবীর (দ) তাৎপর্য ও গুরুত্ব নিয়ে উলামায়ে কেরামের মধ্যে আলোচনায় অংশ নেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, মাওলানা আবুল হাসনাত আলকাদেরী, মাওলানা আবদুল আজিজ রজভী, মাওলানা আবদুল মুস্তফা রহীম আল-আজহারী। প্রেস বিজ্ঞপ্তি।