দক্ষিণ কাট্টলীস্থ শাপলা আবাসিক : দক্ষিণ কাট্টলীস্থ শাপলা আবাসিক ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় গত ৭ নভেম্বর সিরাজ ম্যানশন চত্বরে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার আরবী প্রভাষক ও গরীবুল্লাহ শাহ জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ মোহাম্মদ আনিসুজ্জামান আল কাদেরী। আয়কর আইনজীবী রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও চসিক নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক ইসমাইল। প্রধান বক্তা বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর শুভাগমনে তৎকালীন অন্ধকারাচ্ছন্ন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। কল্যাণের পথই হল মহানবীর (দ.) অনুপম শিক্ষা ও সামাজিক সংস্কারের মূল চেতনা উল্লেখ করে তিনি বলেন, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের সাথে সাথে ঈমানের সর্বনিম্ন স্তর হিসাবে মহানবী উম্মতদের শিক্ষা দিয়েছিলেন রাস্তায় চলার পথে পড়ে থাকা কাঁটাও পরিষ্কার করে দেয়া মুমিনের কর্তব্য। তিনি ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনের মধ্য দিয়ে সর্বক্ষেত্রে মহানবীর (দ.) জীবনাদর্শ বাস্তবায়িত হোক এটাই প্রত্যাশা করেন। অতিথির বক্তব্যে অধ্যাপক ইসমাইল বলেন, সমাজ থেকে সকল ধরনের কুলষতা বিতাড়িত করতে প্রত্যেক মুসলমানকে মহানবীর (দ.) জীবনাদর্শকে অনুসরণ করতে হবে। তবেই হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি দূরীভূত হয়ে মানবসমাজে শান্তি ও সংহতি প্রতিষ্ঠা হবে। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, ফারুক আহমেদ, আজহারুল ইসলাম, সিরাজুল ইসলাম, হুমায়ন কবীর, আবু নোমান, আবুদল হালিম, মো. মোস্তফা, মিজানুর রহমান, শাহাদাত হোসেন, কামরুল আহসান কাউসার, কেএম শরীফ, জিয়াউল হাসান খসরু, নজরুল ইসলাম সোহেল, মনির, গিয়াস উদ্দিন, কাইয়ুম, কুতুব উদ্দিন, মো. শাহজান, সাহেদ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম রুবেল, সিজার, বিজয় প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা : ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাঙামাটি জেলা কার্র্র্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এবং আলী আহসান ভূঁইয়ার সংঞ্চালনায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্বারী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছদর উদ্দির, নূরুল আমিন। শেষে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ক্বেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও মহানবী (দ.) জীবনী বিষয়ে রচনা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফটিকছড়ি ছাত্রসেনা : ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফটিকছড়ি সমিতিরহাট বাজার চত্বর থেকে জশ্নে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর জুলুসটি সমিতিরহাট ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সমিতিরহাট বাজার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ফরহাদুল ইসলামের সভাপতিত্বে ও মিজানুর রহমান মুন্নার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা মুফতি জসীম উদ্দীন আলক্বাদেরী, খোরশেদুল আলম, ওমর ফারুক জালালী, নাছির উদ্দীন, শাহাবুদ্দীন, মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, এস এম নজরুল ইসলাম, সৈয়দ মোরশেদুল আলম, আবুল ফয়েজ রেজভী, তারেক আলম, মাওলানা নাছির উদ্দীন, আবদুর রহমান বাবর, হাসান কুতুবী, এরশাদ চৌধুরী, হেলাল উদ্দীন, নজিবুল হক আজাদ, রেজাউল করিম, মুহাম্মদ মানিক, মুহাম্মদ পারভেজ, আলাউদ্দীন, জামশেদ, এমদাদুল ইসলাম রকি, হামীম, নওশাদ, ইউসুফ রায়হান, মিছবাহ উদ্দীন, আব্দুল মান্নান, হান্নান শাহ, রিয়াদ, রিমন, নেওয়াজ, জয়নাল, ইয়াছিন আরফাত, সাব্বির, সাকিব প্রমুখ।
আমির ভান্ডার দরবার : আমির ভাণ্ডার দরবারের প্রতিষ্ঠাতা সৈয়দ আমিরুজ্জমান শাহ্ (ক)’র চতুর্থ শাহ্জাদা ডা. সৈয়দ মোজেহেরুল হক শাহ (রহ)’র ১০৮ তম খোশরোজ শরীফ নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েঝে। গত রবিবার এ উপলক্ষে শানে আমির মোজেহেরীয়া খেদমত পরিষদের উদ্যোগে জশ্নে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল হযরত আল্লামা শাহ্সূফী সৈয়দ ফৌজুল আজিম শাহ্ (ক.)’র বড় শাহজাদা হযরত সৈয়দ এয়ার মুহাম্মদ শাহ্ আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন আল্লামা আবুল কাশেম নূরী (ম.)। আরও বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, হাফেজ নঈমুদ্দীন মাইজভাণ্ডারী, মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী, মাওলান ইলিয়াছ কাদেরী, মাওলানা গোলাম মুহাম্মদ আবেদ শাহ প্রমুখ। উপস্থিত ছিলেন মওলানা হযরত মামুনুর রশীদ শাহ্ আমিরী, মাওলানা আমির হোসাইন আমিরী, তানিম আমিরী, মহিউদ্দীন শাহ্ আমিরী, কামাল হোসাইন শাহ্ আমিরী। মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করেন আমির ভাণ্ডার শরীফের শাহ মনজিলের সাজ্জাদানশীন হযরত মওলানা সৈয়দ ফোরকানুল হক শাহ্ আমিরী (ম.জি.আ)। শেষে খোশরোজ শরীফ উপলক্ষে ‘আল মোজ্হের’ স্মরণিকার ১৮ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
পোপাদিয়া মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসা : বোয়ালখালী পোপাদিয়া মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ইসমাইল চেয়ারম্যান বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন শাহ্জাদা মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম নোমানী। সার্বিক সহযোগিতায় ছিলেন এরশাদুল ইসলাম নোমানী, এস এম ফখরুল ইসলাম নোমানী, মোশারফ হোসেন তুহিন, আবদুল মান্নান, ইউনুস টিপু, মো. এমরান, মো. মিথুন, মো. কাউসার আলম, রুবেল, ওসমান গনী, আবু নাছের, মো. রুপি, আরিফ, ওয়াহিদ, যুবরাজ প্রমুখ।
মাদ্্রাসা-এ-নূরীয়া কমপ্লেক্স : নগরীর খুলশীস্থ দারুল হুদা দরবারে মাদ্্রাসা-এ-নূরীয়া কমপ্লেক্সের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল বেলায়েত হোছাইন আলকাদেরীর সভাপতিত্বে ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী।
বিশেষ আলোচক ছিলেন ইলিয়াছ আজম নুরী, মেহেদী আকিব শাহ, মুহাম্মদ আবু মুছা কদেরী, নাজিম উদ্দিন নাজুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।