বিশ্ব শান্তি ও নৈতিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে নবী দিবস উদযাপন পরিষদের আয়োজনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো মহান নবী দিবস।
গতকাল মঙ্গলবার এ উপলক্ষে শোভাযাত্রা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে শেষ হয়। শোভাযাত্রায় চট্টগ্রামের বিভিন্ন দরবারের আওলাদেপাক ও সর্বস্তরের আশেকে রাসুল (স.) অংশগ্রহণ করেন। বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন ও মহান নবী দিবসের উদ্যোক্তা আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) এর সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহছুফী ছৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ড. মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, হযরত শাহসুফী ছৈয়দ দলিলুর রহমান রাজাপুরী, আজম ভান্ডার দরবারের শাহাজাদা সৈয়দ আলাউদ্দিন, হারবাং দরবারের শাহজাদা আবুল হাশেম, কলামিস্ট ড. মাসুম চৌধুরী, হাকিম মাওলানা ইকবাল ইউসুফ, ছৈয়দ শফিকুর রহমান, প্রণব রাজ বড়ুয়া, ছৈয়দ আবুল হাশেম মাইজভান্ডারী, ছৈয়দ নিজাম উদ্দিন ছালেকী, মৌলানা নুরুল আবছার তৈয়বী প্রমুখ। নবী দিবস উদযাপন পরিষদের মহাসচিব সাইফুল আলম নাইডুর পরিচালনায় এতে নবীর (স.) আগমনী দিন ও এর গুরুত্ব সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করে বক্তারা বলেন, আল্লাহতায়ালার ভালোবাসা এবং সন্তুষ্টি পেতে হলে বিশ্বনবীর (সা.) পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ ছাড়া সম্ভব নয়। আমরা যদি হযরত রাসুল করিম (সা.)-এর আদর্শ অনুসরণ করে চলি তাহলে অবশ্যই পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা হবে। বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার জন্য চাই মহানবীর আদর্শের ওপর জীবন পরিচালনা করা। প্রেস বিজ্ঞপ্তি।