মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সভা

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মতো শ্রমজীবী মানুষের ভূমিকা ও অবদান কারও চেয়ে কম নয়। বরং অন্যান্য পেশার মানুষের চেয়ে এগিয়ে। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ও অবদান ঈর্ষণীয়। চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা এ কথা বলেন। গত শুক্রবার বিকেল ৪টায় নগরীর মোমিন রোডস্থ সুন্নি জলসার কার্যালয়ে সংগঠনের কার্যকরী সভাপতি স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কালিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন মহানগর চালক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সভাপতি এম এ হাকিম, মোটর শ্রমিক লীগ মহানগরের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, মহানগর যুবলীগ নেতা মো. আবু সুফিয়ান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবু হানিফ জনি, মো. হাসান মুরাদ, মো. সাহিদ, মো. বায়েজীদ ফরায়েজী, সাথী কামাল, মো. গোলাম মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিউটিশিয়ানকে দল বেঁধে ধর্ষণ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফের সুস্থতা কামনায় উত্তর জেলা আ. লীগের দোয়া মাহফিল