চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল বিকাল ৩টায় নগরীর প্রেসক্লাব ভবনের বঙ্গবন্ধু হলে আয়োজিত কর্মীসভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এ এইচ এম জিয়া উদ্দীন। বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, নগর সদস্য সাদেক হোসেন পাপ্পু, মোহাম্মদ নুরুল কবির, আনোয়ারুল ইসলাম বাপ্পী, পংকজ চৌধুরী কংকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।