জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নসিমন ভবন দলীয় কার্যালয় চত্বরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং চট্টগ্রাম মহানগর বিএনপি যৌথভাবে এ কর্মমূচি পালন করবে। এছাড়া ১১ জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ জুলাই শহীদ ওয়াসিমের স্মরণে ছাত্র সমাবেশ, ১৮ জুলাই ওলামা দলের দোয়া মাহফিল, ২০ জুলাই কৃষক দলের ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ র্শীষক বৃক্ষরোপণ কর্মসূচি, ২৭ জুলাই নগর বিএনপির গ্রাফিতি অঙ্কন, ৩১ জুলাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মার্চ ফর জাস্টিস এবং ৬ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে আয়োজিত ছাত্র–জনতার বিজয় মিছিল করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম মহানগর বিএনপি শহীদদের আত্মত্যাগকে স্মরণ ও সম্মান জানিয়ে একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের জন্য শোক, শ্রদ্ধা ও দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে চায়।
এদিকে রক্তদান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে নসিমন ভবনে প্রস্তুতি সভা হয়েছে। ড্যাব চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে এই দেশের জনগণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল ভয় আর দমননীতি দিয়ে আর কণ্ঠরোধ করা যাবে না। সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল সাধারণ মানুষের আবেগ, ক্ষোভ এবং ন্যায়ের পক্ষে জেগে ওঠা একটি বিশাল প্রতিরোধ। নাজিমুর রহমান বলেন, চট্টগ্রাম শহরে সবার আগে শহীদ হন ওয়াসিম। কিন্তু ওয়াসিম ছিল না কোনো একক নাম। সে ছিল হাজারো প্রতিবাদী মুখের প্রতিনিধি, যে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে এই জনপদ মাথা নত করে না।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ডা. তানভীর হাবিব, ডা. মেহেদী হাসান, ডা. ইয়াসিন, ডা. আরমান।