মহানগর আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, উন্নয়নশীল দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক ফোরামে যে দাবি ও প্রস্তাবনাগুলো উত্থাপন করেছেন তা যৌক্তিক অর্থেই সর্বজনীন এবং জনআকাঙ্খার প্রতিফলন। পরিবেশ রক্ষায় বৃক্ষের যে ভূমিকা রয়েছে তাকে আরো বেশি প্রসারিত করতে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি গতকাল রোববার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপন অভিযান ও চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জলবায়ুগত পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা এখন স্বাভাবিকের চেয়ে অতি উচ্চমাত্রায় পৌছেছে। আগামী ২০৩০ বছরের মাথায় বৈশ্বিক উষ্ণতা এমন পর্যায়ে পৌঁছাবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুবে। এই প্রেক্ষিতে শুধুমাত্র বৃক্ষরোপন নয় কি কি কারণে পরিবেশ দূষণ হচ্ছে সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলো যাতে আমাদের অভ্যাসগত ধারণা থেকে পরিত্যাগ করতে পারি সে ব্যাপারেও সচেতন হওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু দূষণ ও পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে সোচ্চার হয়েছেন। তিনি বলেন,পরিবেশ রক্ষা ও দূষণ মোকাবেলায় সকলকে একযোগে কাজ করতে হবে। মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ মসিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, হাজী মো. হোসেন, আব্দুল লতিফ টিপু, হাজী মো. ইলিয়াছ, সাহাব উদ্দীন আহমদ, সালেহ আহমদ চৌধুরী, সাইফুল আলম বাবু, রুহুল আমিন তপন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের ইতিহাস প্রণয়নে প্রয়োজন নির্মোহ গবেষণা : মেয়র
পরবর্তী নিবন্ধমেঘ-পাহাড়-ঝর্ণা আর বরফের দেশে