জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগরের ছয়টি থানা থেকে বালিকা ফুটবল দল গঠনের কার্যক্রম চলছে।
দল গঠনের বাছাই কার্যক্রমে আগ্রহী খেলোয়াড়দের আজ ১৬ জুন বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ফুটবল সম্পাদক মোহা. শাহাজাহানের নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। অংশগ্রহণে ইচ্ছুক খেলোয়াড়দের ১৭ বছর বয়স প্রমাণের জন্য পিএসসি’র ছবিযুক্ত প্রবেশপত্র এবং জেএসসি ও এসএসসির ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।