চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বালক ও বালিকাদের মহানগরী স্কুল হ্যান্ডবল লিগ শীঘ্রই শুরু হচ্ছে। উক্ত লিগে অংশগ্রহণের সময় আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিকেল পাঁচটা থেকে রাত আটটায় মধ্যে এম.এ আজিজ স্টেডিয়ামের দক্ষিণ গেইট সংলগ্ন মহানগরী ক্রীড়া সংস্থার কার্যালয়ে ইচ্ছুক স্কুল,মাদ্রাসাসমূহকে এন্ট্রি জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।