মহানগরী কিশোর ফুটবল লিগে জয় পেয়েছে চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি। গতকাল বুধবার দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩-২ গোলে চট্টগ্রাম শেখ রাসেল ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলাটি নির্ধারিত সময় ২-২ গোলে ড্র ছিল।
আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি এবং সীতাকুন্ড যুব কিশোর ফুটবল ট্রেনিং একাডেমি (বেলা ১.১৫ টা)।
দ্বিতীয় খেলা বেলা ২.৩০টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে হালিশহর একাদশ ক্লাব এবং মহসিন সাজু ফুটবল একাডেমি।
খেলা দুটি দামপাড়া পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হবে।