মহানগরী কিশোর ফুটবল লিগের ফাইনাল খেলা আগামীকাল ২১ জানুয়ারী শনিবার,দামপাড়া লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে রামপুর একাদশ এবং মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি।
খেলা শেষে পুরস্কার বিতরণ করবেন মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি থাকবেন স্পন্সর কে.এম এজেন্সীর ব্যবস্থাপনা পরিচালক মসিউল আলম স্বপন।