মহাকাশে মানুষ বহনের অনুমতি

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:২২ অপরাহ্ণ

ব্লু-অরিজিনকে নিউ শেপার্ড উৎক্ষেপণ প্রক্রিয়ায় মহাকাশে মানুষ বহনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ২০ জুলাই মহাকাশের প্রান্তে যাওয়ার কথা রয়েছে সাবেক অ্যামাজন প্রধান জেফ বেজোসের। এ সফরে বেজোসের সঙ্গী হবেন তার ভাই মার্ক বেজোস। সোমবার ব্লু-অরিজিন অনুমোদনটি পেয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। অনুমোদন পেতে পরীক্ষামূলক ফ্লাইটে নিজ হার্ডওয়্যার ও সফটওয়্যারের নিরাপত্তার প্রমাণ দিতে হয়েছে ব্লু-অরিজিনকে। খবর বিডিনিউজের।
এফএএ নিশ্চিত করেছে, প্রতিষ্ঠানটির মহাকাশযান নিউ শেপার্ড নিয়ন্ত্রকদের শর্ত পূরণ করতে পেরেছে। এদিকে, সমপ্রতি নিজ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের রকেটে প্লেনে সওয়ার হয়ে সফলভাবে মহাকাশ প্রান্ত থেকে ঘুরে এসেছেন ব্রিটিশ শত কোটিপতি রিচার্ড ব্র্যানসন। এর ঠিক এক সপ্তাহ পরেই মহাকাশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ব্লু-অরিজিনের ফ্লাইটটির।
নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে মহাকাশ ছুঁয়ে আসার প্রতিযোগিতায় মেতেছেন বিশ্বের শত কোটিপতিরা। এর মধ্যে প্রথম হয়েছেন রিচার্ড ব্র্যানসন। সব ঠিক থাকলে দ্বিতীয় স্থানটি দখল করে নেবেন জেফ বেজোস। ইলন মাস্কও পিছিয়ে নেই, মহাকাশ পর্যটনের প্রস্তুতি নিচ্ছেন তিনিও।
বিশ্বে মহাকাশ ভ্রমণের বাজার গড়ে উঠছে। সুইস-নির্ভর বিনিয়োগ ব্যাংক ইউএসবি অনুমান করছে, রকেট সফরকে নিরাপদ প্রমাণ করতে পারলে এ খাতের বাজার গিয়ে দাঁড়াবে তিনশ কোটি ডলারের ঘরে।

পূর্ববর্তী নিবন্ধআগুনে নিহত শ্রমিকদের প্রত্যেকের জন্য ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি
পরবর্তী নিবন্ধসাবস্টেশনে ক্রেন উল্টে ৪ ঘন্টা অন্ধকারে রাঙ্গুনিয়া