মস্কোয় শুক্রবার সমাহিত হচ্ছেন নাভালনি

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

রাশিয়ায় কারাগারে মারা যাওয়া অ্যালেক্সি নাভালনিকে শুক্রবার মস্কোর কোনো একটি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে। এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। ম্যারিনো জেলায় এক বিদায় অনুষ্ঠানের পর বোরিসোভস্কয়ে সমাহিত করার কাজ সম্পন্ন হবে। খবর বাংলানিউজের।

মঙ্গলবার বিরোধী এ নেতার মুখপাত্র বলেন, তার দল অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটি ঘর খুঁজছে। কিছু লোক যখন জানতে পারে, কার শেষকৃত্য সম্পন্ন হবে, তখন তারা ঘর দিতে অস্বীকার করে। চলতি মাসেই এক আর্কটিক কারাগারে হঠাৎই মারা যান নাভালনি।

গত কয়েক বছর ধরে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বলে পরিচিত ছিলেন। স্ত্রী ইউলিয়া নাভালনায়াসহ বিশ্বনেতাদের অনেকে তার মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করছেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় নিম্ন জন্ম হারের নতুন রেকর্ড
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহ