মস্কোগামী প্লেন আফগানিস্তানে নিখোঁজ

| সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্ণ

রাশিয়ার নিবন্ধিত একটি ভাড়া করা উড়োজাহাজ ৬ আরোহী নিয়ে আফগানিস্তানে রাডার স্ক্রিন থেকে নিখোঁজ হয়ে গেছে বলে রোববার জানিয়েছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে আফগান পুলিশ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছিল। উড়োজাহাজটি চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি থাইল্যান্ডের পাত্তায়ায় উতাপাও বিমানবন্দর থেকে ভারত ও উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। উড়োজাহাজটি রাডার স্ক্রিন থেকে উধাও হওয়ার প্রায় ২৫ মিনিট আগে পাইলট জ্বালানি কমে যাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিল এবং উড়োজাহাজটি তখন হয়ত তাজিকিস্তানের বিমানবন্দরে নামার চেষ্টা করত। খবর বিডিনিউজের।

কিন্তু পাইলট তখন জানান যে একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে এবং তারপর দ্বিতীয় ইঞ্জিনও বন্ধ হওয়ার কথা জানান বলে জানিয়েছে রাশিয়ার পত্রিকা শট। তবে পত্রিকাটির দেওয়া খবর যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৭৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়ালো