চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, মসজিদকে আল্লাহর ঘর বলা হয়ে থাকে। তাই মসজিদকে পবিত্রতম স্থান বলা হয়। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমরা মহান সৃষ্টিকর্তার নিকট নিজেদের সমর্পণ করি। এতে আমাদের শরীর ও মন প্রতি ওয়াক্তের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে প্রস্তুত হয়। তাই শরীর ও মনে প্রফুল্লতা আসে। নামাজ আদায়ের জন্য মসজিদ অত্যন্ত উপযুক্ত ও পবিত্র স্থান। নামাজে সমবেত মুসল্লিদের মধ্যে হৃদ্যতা বাড়ে, শান্তি প্রতিষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় বাড়াই পাড়া হাজী রমজান আলী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মেয়র এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও হাজী রমজান আলী জামে মসজিদের সেক্রেটারী লায়ন এম আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সামশুল আলম, আবদুর রহমান, আমিনুল ইসলাম হেলাল, আলী আজগর সওদাগর, ইব্রাহিম হোসেন বাবুল, মনছফ আলী, মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, মোহাম্মদ আমির উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, হাজী মোহাম্মদ হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইকরাম, মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ গোলজার হোসেন, মোহাম্মদ রেজুয়ান, মোহাম্মদ শহর মুল্লুক, মোহাম্মদ অনিক, মোহাম্মদ ইদ্রিস সওদাগর, ইঞ্জিনিয়ার আরমান, মোহাম্মদ আজম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল। প্রেস বিজ্ঞপ্তি।