আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করলে তার জন্য বেহেস্তে একটি গৃহ নির্মাণ করবেন আল্লাহ। শুধু তাই নয়, মসজিদ নির্মাণ করা প্রিয় নবী (দ.) ও সাহাবায়ে কেরামের সুন্নাত। হাদিসে পাকের এ বাণীকে ধারণ করে এলাকার সর্বসাধারণের সহযোগিতায় পুননির্মিত মসজিদের মরহুম মুসল্লি, দাতাগণ ও অনুদান প্রদান কারীসহ সকলের জন্যে দোয়ার উদ্দেশ্যে আয়োজিত ইসালে সাওয়াব মাহফিল গত ৭ ফেব্রুয়ারি পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের সাইর মুহাম্মদ চৌধুরী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
মসজিদ পুননির্মাণ প্রকল্পের সমাপন কল্পে আয়োজিত ঈসালে সাওয়াব মাহফিলে মেহমানে আ’লা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। মসজিদের খতিব হাফেয মাওলানা আবদুল আজিজ কাদেরীর সভাপতিত্বে ও মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মাস্টার মুহাম্মদ মনছুর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী মুহাম্মদ খোরশেদুল আলম। প্রধান বক্তা ছিলেন মাওলানা রফিকুল ইসলাম আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা ক্বারী ইব্রাহিম আল কাদেরী, মাওলানা আবু তৈয়ব, মুহাম্মদ একরামুল হক কাদেরী, ক্বারী মাওলানা মনির উদ্দিন ও মাওলানা মুহাম্মদ মুছা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, চেয়ারম্যান মুহাম্মদ শফিকুল ইসলাম, হাজী কামাল উদ্দিন, আকতার হোসেন সিকদার, আবদুর রহমান হিলু, আবু বক্কর মেম্বার, মাহবুবুল আলম, সৈয়দুল হক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ সোহেল উদ্দিন, সরওয়ার উদ্দিন দোলতী, মুহাম্মদ আবু তৈয়ব, মাহমুদুল হাসান, ইয়াসিন নুর, জালাল উদ্দিন, হামিদুল হক, নাছির উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।