পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের একটি দরজায় ধাক্কা দিয়েছে একটি গাড়ি। এর ফলে দরজাটি ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। গাড়িচালককে আটক করা হয়েছে। তিনি অস্বাভাবিক অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বাংলানিউজের।
দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গালফ নিউজ এ খবর দিয়েছে। মক্কার এক মুখপাত্র জানান, দ্রুত গতিতে একটি গাড়ি মসজিদের দক্ষিণ চত্বরে ঢুকে যায় এবং ৮৯ নম্বর দরজায় প্রচণ্ড ধাক্কা দেয়। এতে দরজাটি ভেঙে যায়। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শুরু হয়েছে এ মাসেই। করোনার কারণে প্রায় সাত মাস ওমরাহ পালন বন্ধ ছিল।