মশাল জ্বালানো ওসাকা নিভে গেলেন তৃতীয় রাউন্ডে

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

টেনিসের মেয়েদের এককে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন নাওমি ওসাকা। কিন্তু নিজ দেশের অলিম্পিক মশাল জ্বালানো এই তারকা নিজের ইভেন্টের তৃতীয় রাউন্ডেই থেমে গেলেন। জাপানের তারকা হেরে বসলেন সরাসরি সেটে। মঙ্গলবার চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রওশোভার কাছে ৬-১, ৬-৪ গেমে হেরেছেন চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা। শুরু থেকেই ছন্নছাড়া ওসাকা মাত্র ২৪ মিনিটেই হারেন প্রথম সেট। দ্বিতীয় সেটে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি জাপানের হয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকার। মেয়েদের এককে সোনা জয়ের প্রত্যাশা নিয়ে আসর শুরু করা ওসাকার শুরুটা হয়েছিল দারুণ। প্রথম রাউন্ডে চীনের প্রতিপক্ষকে উড়িয়ে দেন ৬-১, ৬-৪ গেমে। দ্বিতীয় রাউন্ডেও জিতেছিলেন সরাসরি সেটে; ৬-৩, ৬-২ গেমে। কিন্তু তৃতীয় রাউন্ডে এসে একেবারেই বিবর্ণ তিনি। হাইতিয়ান বাবা ও জাপানি মায়ের ঘরে জন্ম নেওয়া ওসাকা টেনিস খেলেন মায়ের দেশের পরিচয়ে। ২০১৮ সালে ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথম জাপানি খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়েন তিনি। হারের পেছনের কারণ হিসেবে অলিম্পিকে প্রথম খেলতে নামার স্নায়ুর চাপের কথাই বলেছেন মেয়েদের এককে দ্বিতীয় বিশ্বসেরা ওসাকা।

পূর্ববর্তী নিবন্ধসোনা জিতে ইতিহাসে বারমুডার ডাফি
পরবর্তী নিবন্ধটোকিওতে অনুশীলন করলেন জহির রায়হান