মশার যন্ত্রণায় প্রাণ ওষ্ঠাগত নগরবাসীর

যিকরু হাবিবীল ওয়াহেদ | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

নগরজীবন যেন দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। রাস্তায় যানজট, ফুটপাতে দোকান নির্মাণ, ধুলোবালি, অপরিচ্ছন্ন নগরী, ভাঙ্গা গর্তে ভরা রাস্তা, যেখানে সেখানে ময়লার স্তুপ, খোলা নালা খাল, যত্রতত্র গাড়ি পার্কিং ইত্যাদি সমস্যাগুলোকে চাপিয়ে মশার যন্ত্রণায় যেন প্রাণ যায় যায় অবস্থা নগরবাসীর।
এতো বেশি মশা নগরবাসী অতীতে পরিলক্ষিত করেনি কখনোই। নগরীর খাল নালা ও ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার না করা এবং যথাযথভাবে মশার ওষুধ না ছিটানোর কারণে মশার অতি বিস্তার হওয়ার কারণ মনে করছেন নগরবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রতিবছর মশার ওষুধের জন্য আলাদা বাজেট এবং ব্যবস্থা থাকার পরও কেন এই অবস্থা হচ্ছে সেই প্রশ্নও আছে নগরবাসীর। মশার কামড়ে শিশু কিশোর যুবক বৃদ্ধসহ সব বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়ছে। মশার কামড়ের কারণে ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর চর্মরোগসহ ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী প্রতিনিয়ত; বিশেষত শিশু নারী এবং বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন বেশি। মশার যন্ত্রণায় মা বোনেরা ঠিকমতো তাঁদের রান্নার কাজ, শিক্ষার্থীরা তাঁদের লেখা পড়া, মুসল্লিরা নামাজ প্রার্থনা, চাকরিজীবীরা তাঁদের অফিস, আইনজীবী বিচারক বিচারপ্রার্থীরা আদালত, দোকানিরা দোকানদারী, এমনকি নগরবাসীরা ঠিকমতো তাঁদের শৌচকার্য পর্যন্ত করতে পারছেন না মশার যন্ত্রণায়। মশার কামড় না খেয়ে এক মিনিট কোথাও দাঁড়ানো পর্যন্ত যায় না এই নগরে। এক কথায় চট্টগ্রাম নগর এখন মশার নগরীতে পরিণত হয়েছে বললেও অত্যুক্তি হবে না। নগর পরিচ্ছন্ন রাখবার সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নগরবাসীকে মশার যন্ত্রণা থেকে রেহাই দিবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

পূর্ববর্তী নিবন্ধকী হবে আমাদের শিশুদের ভবিষ্যৎ
পরবর্তী নিবন্ধলাইনে দাঁড়িয়ে দ্রব্য কিনতে আমার লজ্জা হয়- কিন্তু আমারও চাই