মরিচের গুঁড়ায় কাপড়ের রং ও ভূষি মিশিয়ে বিক্রি

দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২০ পূর্বাহ্ণ

নিম্নমানের মরিচের গুঁড়ার সাথে কাপড়ের রং ও ভূষি মিশিয়ে বিক্রির দায়ে চাক্তাইয়ের হারুন মসলা ক্রাশিং মিলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে। এ সময় তুলাতলি সড়কের জামাই বাজারের ফ্রীজিয়ান ফুডসকেও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি খাদ্যপণ্যে হাইড্রোজ ও কাপড়ের রং ব্যবহার করছিল।

পরিবেশও ছিল অস্বাস্থকর। অভিযানে চাক্তাইয়ের গাব মার্কা সেমাই কারখানাকে সতর্ক করা হয়েছে। গতকাল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোহবহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধট্রেনের ধাক্কায় ১০ ফুট দূরে ছিটকে গেল দুটি সিএনজি
পরবর্তী নিবন্ধধনী-গরিব সবাইকে সেবা দিয়ে যাচ্ছেন ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকরা