ময়লা পানি ও আবর্জনা ফেলা হলো রাস্তায়, হান্ডি রেস্টুরেন্টকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

ইফতার তৈরির কাজে ব্যবহৃত ময়লা পানি ও আবর্জনা রাস্তায় ফেলে পরিবেশ নষ্ট করায় হান্ডি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। নগরের জিইসি এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টে গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানকালে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো অপরাধ পুলিশকে জানানোর আহ্বান সিএমপির
পরবর্তী নিবন্ধপারকি সৈকতের ঝাউগাছ বাঁচাবে কে