বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র পরিচালিত বন্দরটিলার আকমল আলী রোডস্থ মমতা স্কুল এন্ড কলেজের (কলেজ শাখা) নবীন বরণ ও ওরিয়েন্টেশন গতকাল রোববার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন স্বপ্না তালুকদার, ইকবাল আল মাহামুদ, নাসিমা আকতার রুমী, কামরুন নাহার পারভিন, এস এম আজাদ, শাহানা বেগম প্রমুখ। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সভায় বক্তারা বলেন, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে মমতা স্কুল এন্ড কলেজ। শিক্ষার আলো যাতে সকলের মাঝে ছড়িয়ে যায় সেই লক্ষ্যে মমতা স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু করে, যার সফল ধারাবাহিকতায় মমতার কলেজ শাখার পাঠদান কার্যক্রমের যাত্রা শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।











