মমতা সঞ্চয় ঋণদান কর্মসূচির সম্মিলন

| সোমবার , ৯ জানুয়ারি, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বার্ষিক সম্মিলন গত শনিবার নগরীর হালিশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি, উদ্যোক্তা অনুদান, শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার, উদ্যোক্তা মেলার শ্রেষ্ঠ স্টল পুরস্কার, শ্রেষ্ঠ কর্মী অ্যাওয়ার্ড বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মমতার কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্‌। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মিলনে বিশেষ অতিথি ছিলেন সিডিএফ এর নির্বাহী পরিচালক ও সাউথ এশিয়ান মাইক্রোফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপার্সন মো. আব্দুল আওয়াল, এমআরএ পরিচালক মুহাম্মদ মাজেদুল হক ও পরিচালক মো. নূরে আলম মেহেদী। এর আগে দুপুরে অতিথিবৃন্দ নগরীর উত্তর আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় নবনির্মিত মমতা মাতৃসদন হাসপাতালের উদ্বোধন করেন।

সম্মিলনে স্বাগত বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক। মমতার সার্বিক কার্যক্রমের উপর উপস্থাপনা করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মিলনের আলোচনা সভার পর্ব শুরু হয়। সম্মিলনে মমতার মাঠ পর্যায়ে কর্মরতদের কার্যক্রমের মূল্যায়ন ভিত্তিতে ‘শ্রেষ্ঠ কর্মী সম্মাননা’ প্রদান করা হয়। সম্মিলনের অভিমত প্রকাশ করেন মনিকা বিশ্বাস, মোহাম্মদ শাহারিয়ার, ইকবাল আল মাহমুদ, নাহিদ ফারহানা, আকিকুল ইসলাম, নুর বানু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেজিস্ট্রেশন এমপ্লয়িজ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধনিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের শিশুদের পাঠ্যবই বিতরণ